আগামী জানুয়ারিতে ঢাকার দুটি সিটি করপোরেশনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
কমিশনের বৈঠক শেষে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর রবিবার বলেছেন, ‘ইসি জানুয়ারিতে একই দিনে ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে।’
ইসি সচিব বলেন, ঢাকা উত্তর সিটি ১৫ নভেম্বর থেকে এবং দক্ষিণ সিটি ১৮ নভেম্বর থেকে ভোটের জন্য যোগ্য হবে।
আইন অনুসারে, পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগে ১৮০ দিনের মধ্যে যেকোনো সিটি করপোরেশনে নির্বাচনের ব্যবস্থা করার বাধ্যবাধকতা ইসির রয়েছে।
সচিব বলেন, পুরো নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। বিদ্যমান ভোটার তালিকা অনুযায়ী দুই সিটির নির্বাচন হবে বলে জানান তিনি।
আলমগীর বলেন, চট্টগ্রাম সিটির নির্বাচনের কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী বছরের ফেব্রুয়ারিতে ওই সিটি নির্বাচনের জন্য যোগ্য হবে।
২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হয়। তবে নির্বাচিত প্রতিনিধিদের প্রথম বৈঠক থেকে পাঁচ বছরের মেয়াদ শুরু হয়।
ঢাকা উত্তরের প্রথম বৈঠক হয় ২০১৫ সালের ১৪ মে। দক্ষিণ সিটির ১৭ মে এবং চট্টগ্রাম সিটির প্রথম বৈঠক হয় ২০১৫ সালের আগস্ট মাসে।