ঢাকা মেডিক্যালের করোনা ইউনিটে দু’দিনে মৃত্যু ২৭ জনের
গত দুই দিনে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা নিশ্চিত হয়েছিল ৬ জনের। বাকিদের করোনার উপসর্গ ছিল।
বুধবার (১৭ জুন) সন্ধ্যায় ঢামেক হাসপাতালের নির্ভরযোগ্য একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে।
সূত্র জানায়, সোমবার (১৫ জুন) দিনগত রাত ১২টা থেকে বুধবার (১৭ জুন) সন্ধ্যা পর্যন্ত ঢাকা মেডিক্যালের দুটি করোনা ইউনিটে ২৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জনের করোনা পজেটিভ ছিল। বাদবাকিরা করোনা উপসর্গে মারা গেছেন।
করোনা শনাক্ত হয়ে মারা যাওয়ারা হলেন- গাজীপুরের হোসনে আরা (৩৫), ঢাকার মজিবুর রহমান (৪২), ফায়জা বেগম (৭৩), নারায়ণগঞ্জের কামাল হোসেন (৪০) এবং ব্রাহ্মণবাড়িয়ার আ. করিম (৭০) ও নূর জাহান বেগম (৮০)।
করোনা ইউনিটে মৃতদের প্রসঙ্গে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বলেন, করোনার আগে প্রতিদিন নানা রকম রোগে এই হাসপাতালে ৩৫ থেকে ৪০ জনের মৃত্যু হতো। এখন এখানে ভর্তি রোগীদের মধ্যে করোনার উপসর্গই বেশি। তবে এখন আগের তুলনায় করোনা ইউনিটে মৃতের সংখ্যা কমে আসছে। প্রতিদিনই অনেকেই সুস্থ্য হয়ে বাড়ি ফিরছেন।