ঢাকা-৫ আসনের এমপি হাবিবুর রহমান মোল্লা লাইফ সাপোর্টে
ঢাকা-৫ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। তিনি বয়সজনিত নানা জটিলতায় ভুগছেন।
মঙ্গলবার (৫ মে) রাতে হাবিবুর রহমান মোল্লার বড় ছেলে মশিউর রহমানের স্ত্রী তানিয়া রাহিম এ তথ্য জানান।
তানিয়া রাহিম জানান, তার শ্বশুরের মৃত্যুর যে কথা ছড়িয়ে পড়েছে, তা ঠিক নয়। তাকে রাজধানীর একটি নামকরা বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে (কৃত্রিম শ্বাস-প্রশ্বাস) রাখা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হাবিবুর রহমানের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, বয়সজনিত বিভিন্ন জটিলতায় অসুস্থ হয়ে পড়লে এই সংসদ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়। তার প্রেসার ওঠা-নামা করছে। তিনি এখনও জীবিত আছেন।
১৯৯৬ সালে ঢাকা-৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন হাবিবুর রহমান মোল্লা। ২০০১ সালের সাধারণ নির্বাচনে ওই আসন থেকে হারলেও নির্বাচন কমিশনের সীমা পুনর্নির্ধারণের কারণে তার এলাকা ঢাকা-৫ আসন হয়ে যায়। পরে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি টানা তিনবার এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বড় ছেলে মশিউর রহমান সজল মোল্লা ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।