শিল্প ও বাণিজ্য
তার্কিশ ব্রান্ড ডিপফ্রেশের সঙ্গে যুক্ত হলো “সদাগর.কম”
আন্তর্জাতিক ব্রান্ড ডিপফ্রেশের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো দেশীয় বি২বি ব্যবসায়ের বড় অনলাইন শপ “সদাগর.কম”।
গুলশানে সদাগর.কমের হেড কোয়ার্টারে ডিপফ্রেশের বাংলাদেশী ডিলার মিনা ট্রেডিং এর তিনজন উচ্চপদস্থ কর্মকর্তা গোকেল আদিগুজেল, সৈয়দ হেমায়েত উদ্দিন, ফৌজিয়া রহমান আঁখির সাথে সমঝোতা স্মারক চুক্তি করেন সদাগর.কমের সিইও আরিফ চৌধুরী, সদাগর.কমের সিএসও মোঃ জাহিদুল আলম শাহসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এই চুক্তির আওতায় এখন থেকে বাংলাদেশজুড়ে ডিলারমূল্যে ডিপফ্রেশের সকল পণ্য উদ্যোক্তাদের জন্যে বাজারজাত করবে সদাগর.কম।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বি২বি হোলসেইল মার্কেটপ্লেস সদাগর.কমের সিইও আরিফ চৌধুরী বলেন, আমাদের জন্য এটা অনেক আনন্দের ডিপফ্রেশের সাথে যুক্ত হতে পারা। আশা করি আমরা দেশজুড়ে সকল উদ্যোক্তাদের চাহিদা পূরণ করতে পারবো।