Lead Newsআন্তর্জাতিক
তালেবানের সরকারে নারী না থাকার কারণ
মোল্লা মোহাম্মদ হায়বাতুল্লাহ আখুন্দজাদাকে প্রধান করে আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে তালেবান। তবে এই সরকারে নারী প্রতিনিধি না রাখা এবং নারী বিষয়ক কোনো মন্ত্রণালয় না থাকায় প্রশ্ন উঠেছে।
মঙ্গলবার রাতে সরকার ঘোষণার পর এ বিষয়ে প্রশ্ন করা হলে তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ বলেছেন, “এটা পূর্নাঙ্গ সরকার নয়, এটা অন্তবর্তীকালীন। দেশের বিভিন্ন অংশের লোকদের আমাদের সরকারে যুক্ত করার চেষ্টা করবো।”
নারীদের জন্য আলাদা মন্ত্রণালয় কেন নেই বিবিসির সেকান্দার কারেমি এই প্রশ্ন করেছিলেন তালেবানের সংস্কৃতি বিভাগের প্রধান আহম্মদউল্লাহ ওয়াসিকের কাছে। প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, মন্ত্রিসভা এখনো পূর্ণাঙ্গ হয়নি।