বিবিধ
দাদি এলিজাবেথের পুরোনো পোশাক পরে বিয়ের পিঁড়িতে রাজকুমারী
বৈশ্বিক মহামারি করোনার মধ্যে বিয়ে করেছেন ব্রিটিশ রাজকুমারী ব্রিয়েত্রিচ। বিয়ের একদিন পর বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে দুটি ছবি প্রকাশ করা হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি জানায়, বিয়েতে রাজকুমারী ব্রিয়েত্রিচ পরেছেন তাঁর দাদি ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের পুরোনো একটি পোশাক। ১৯৬২ সালে ওই পোশাক পরে ‘লরেন্স অব অ্যারাবিয়া ছবি’র ওয়ার্ল্ড প্রিমিয়ারে গিয়েছিলেন রানি এলিজাবেথ।
শুধু তাই নয়, বিয়েতে রাজকুমারী ব্রিয়েত্রিচ যে মুকুটটি পরেছিলেন সেটিও বেশ পুরোনো। ওই মুকুট রানি এলিজাবেথ নিজের বিয়েতেও পরেছিলেন। ১৯৪৭ সালের নভেম্বরে প্রিন্স ফিলিপকে বিয়ে করেছিলেন এলিজাবেথ।
ব্রিটিশ সিংহাসনের নবম উত্তরাধিকারী রাজকুমারী ব্রিয়েত্রিচ। তাঁর স্বামী এডোয়ার্ডো মাপেল্লি মোজ্জি পেশায় ব্যবসায়ী।