Lead Newsজাতীয়

দুই-চার দিনের মধ্যেই করোনা টিকার চুক্তিঃ স্বাস্থ্যমন্ত্রী

মহামারী করোনাভাইরাস প্রতিরোধী সম্ভাব্য প্রতিষেধক দেশে আনার জন্য দুই-চার দিনের মধ্যে উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় অবস্থিত শুভ্র সেন্টারে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মানিকগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে ক্ষতিগ্রস্ত, কর্মহীন ও নিম্নবিত্ত এক হাজার পরিবারের মাঝে হাইজিন প্যাকেট ও ফুড প্যাকেট বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস প্রতিরোধী সম্ভাব্য প্রতিষেধক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকার নিয়মিত যোগাযোগ করছে। দেশে এসব ভ্যাকসিন আনতে আগামী দুই-চার দিনের মধ্যেই উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পাদন করা হবে।

মন্ত্রী আরো বলেন, আসন্ন শীত মৌসুমে দেশেও করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে পারে। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে করোনায় ফের মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা সোয়া দুই লাখ ছাড়িয়েছে। তবে বাংলাদেশে এখনো মৃত্যুর হার তুলনামূলক কম রয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় আমারা ভালো থাকলেও প্রাণঘাতী করোনাভাইরাস এখনো দেশ থেকে বিদায় নেয়নি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, তাই আমাদের সুস্থ থাকতে আরো কিছুদিন ধৈর্য্য ধরে থাকতে হবে। মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 6 =

Back to top button