বিচিত্র

দুই রঙের চোখ দিয়ে নেটদুনিয়া কাঁপাচ্ছে বিড়াল

বিশ্বের সৃষ্টি জগতের বৈচিত্রতা নতুন কিছু নয়। নানা সময়ে সৃষ্টির বৈচিত্র দেখে পুলকিত, আশ্চর্য ও মুগ্ধ হচ্ছেন পৃথিবীর মানুষ। এবার বৈচিত্রময় একটি সাদা বিড়ালের দুটি চোখের আলাদা রঙ দেখে আশ্চর্য হয়েছে নেটিজেনরা। এমনকি, বিড়াল মালিক দুটি চোখের মণির প্রেমে বারবার হাবুডুবু খাচ্ছেন। এরইমধ্যে বিড়ালটির ছবি নেটদুনিয়া কাঁপিয়ে বেড়াচ্ছে।

সম্প্রতি স্কটিশ ভাঁজ প্রজাতির বিড়ালটিকে রাশিয়ার সেন্ট পেন্টাবার্গের এভজিনি পেটরোভ দত্তক নিয়েছেন। এর আগে বিড়ালটির উৎপাদকারী হলুদ ও নীল চোখের বিড়ালকে দত্তক গ্রহণের লোকের খোঁজ পেতে অনেক বেগ পেয়েছেন।

পেটরোভ জানান, জোসেফ নামের স্কটিশ ভাঁজ প্রজাতির বিড়ালটির ছবি অনলাইনে দেখে প্রথমে বিশ্বাস হয়নি তার। বিড়ালটিকে প্রথম দেখায় প্রেমে মজে যান তিনি। দত্তকও নিতে চেয়েছিলেন। তবে অসাধারণ বিড়ালটি খোঁজে পাওয়ার আশাও ছেড়ে দিয়েছিলেন তিনি।

তিনি আরো জানান, ছবি দেখার পর দুই রঙের বিড়াল বাস্তব জীবনে হয় তার বিশ্বাস হচ্ছিল না। এমনকি, বিড়ালটি বিক্রি হয়নি জেনেও বিশ্বাস হয়নি। যখন যোগাযোগের পর ছবিটির সত্যতা জানতে পারেন, তখন অনেক আনন্দিত হন পেটরোভ। তারপর বিড়ালটিকে তার বাড়িতে নিয়ে আসেন।

জোসেফ নামের বিড়ালের দুই চোখের আলাদা রঙকে হেটেরোক্রমিয়া বলে জানান পেটরোভ। তবে এটির স্বাস্থ্যগত কোনো ক্ষতির দিক নেই। স্কটিশ ভাঁজ প্রজাতির বিড়ালের মাঝে হেটেরোক্রমিয়া খুবই বিরল। বিড়ালটির এখনো তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে। শুধু দেখতেই বিড়ালটি ব্যতিক্রম।

স্কটিশ ভাঁজ বিড়াল গৃহপালিত প্রজননের প্রাণী যা প্রাকৃতিকভাবে প্রভাবিত জিনের পরিবর্তনে হয়েছে। এ জিন বিড়ালের সম্পূর্ণ শরীর নরম ও কান ভাঁজ করে। স্কটিশ ভাঁজ প্রজাতির বিড়াল ভদ্র, বুদ্ধিদীপ্ত, খাপ খাওয়ার প্রবল শক্তি সম্পন্ন ও স্নেহশীল হিসেবে পরিচিত।

এদিকে বিড়ালটির ছবি অনলাইনে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা মুগ্ধ হয়ে নানা ধরণের মন্তব্য করছেন। একজন বিড়ালটিকে অসম্ভব অসাধারণ হিসেবে মন্তব্য করেছেন। আরেকজন বিড়ালটিকে সবচেয়ে আকর্ষণীয় বলে মন্তব্য করেছেন। সূত্র-ডেইলি মেইল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + nineteen =

Back to top button