দুই শিশুর কাণ্ডে হতবাক পুরো বিশ্ব (ভিডিও ভাইরাল)
শিশু মানেই চঞ্চলতা আর দুষ্টুমিতে ভরপুর। মাঝে মধ্যে তাদের করা কাজকর্মের জন্য অন্যদের বিড়ম্বনায়ও পড়তে হয়। সম্প্রতি এমনই অবাক করা কাজ করে বসেছে দুই শিশু। তাদের কাজে হতবাক পুরো নেট দুনিয়া।
জানা যায়, মায়ের অগোচরে তার ক্রেডিট ব্যবহার করে অনলাইন থেকে খেলনা কিনেছে দুই শিশু। এক দুই হাজার নয়, প্রায় ৬০ হাজার টাকার খেলনা কিনেছে তারা। এমন ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে।
কিন্তু কীভাবে এত টাকার খেলনা কিনল তারা? বর্তমানে অনেক অনলাইন শপ রয়েছে যেখানে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ব্যবহার করে শপিং করা যায়। এমনই একটি অনলাইন শপ থেকে একগাদা খেলনা অর্ডার করে দেয় ভেরোনিকা এস্টেল নামের এক নারীর দুই সন্তান। খেলনা অর্ডার করেই থেমে থাকেনি তারা। মায়ের ক্রেডিট কার্ড থেকে পেমেন্টও করে দেয়। খেলনার দাম এসেছিল ৭০০ মার্কিন ডলার। বাংলাদেশি অর্থে যা প্রায় ৬০ হাজার টাকা।
এ বিষয়ে কিছুই জানতেন না ভেরোনিকা বা তার স্বামী। সব কিছু প্রকাশ্যে আসে যখন কদিন পর বাড়িয়ে বড় বড় কয়েকটি বাক্স চলে আসে। ভেরোনিকা অবশ্য ভেবেছেন ক্রিস্টমাস উপলক্ষে কেউ উপহার পাঠিয়েছেন। কিন্তু খুলে হয়ে যান অবাক! সব বাক্স বাচ্চাদের খেলনা দিয়ে ভর্তি। কী নেই সেখানে? খেলা ঘর তৈরির সরঞ্জাম থেকে শুরু করে বার্বি ডল সবই আছে।
ভেরোনিকার ভুল ভাঙে। তিনি বুঝতে পারেন এগুলো মোটেও উপহার নয়। তার ক্রেডিট কার্ড ব্যবহার করেই এ সব কিনেছে তার দুই সন্তান। এরপরই শুরু করেন বকাবকি। পাশাপাশি, বাচ্চারা কী কী কিনেছেন তা মোবাইলে ধারণ করেন। বাড়ি গ্যারেজেও ছিল একটি বড় প্যাকেট, কেবল সেটির দামই ছিল ১৪ হাজারেরও বেশি।
মায়ের বকাবকিতে কাঁচুমাচু হয়ে কাঁদতে শুরু করে দুই শিশু। এক পর্যায়ে পরিস্থিতি সামলাতে ভেরোনিকা হেসে জিজ্ঞেস করেন, ‘এত কিছু কিনেছ অথচ মায়ের জন্য কিছুই অর্ডার করোনি? সব নিজেদের জন্য কিনেছ।’ দুই শিশুর কান্না থামাতে তাদের আশ্বস্ত করেন মা।
মায়ের আশ্বাস পেয়ে হাসতে শুরু করে শিশু দুটি। টাকা খরচ হয়েছে ঠিকই, কিন্তু ক্রিসমাস উপহার পেয়ে শিশুদের আনন্দ দেখে মা ভেরোনিকাও খুশি। হোক তারা নিজেদের খেলনা নিজেরা কিনে ফেলেছে, বড়দিনের আগে আগে এমন আনন্দের উপলক্ষ তো পেয়েছে।