দুর্দান্ত এমবাপ্পে, এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপে ফ্রান্স
শক্তির বিচারে যোজন যোজন এগিয়ে থাকায় কাজাখস্থানের বিপক্ষে পূর্ণ পয়েন্ট পেতে যাচ্ছে ফ্রান্স, ম্যাচের আগেই সেটা আন্দাজ করে রেখেছিলেন সবাই। দেখার বিষয় ছিল কেবল ব্যবধান কেমন হয়।
কাজাখস্থানকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ফরাসিরা। ম্যাচের পুরো আলোটাই কেড়ে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ইউরোপের জায়ান্টরা জিতেছে বিশাল বড় ব্যবধানে।
২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বে গত রাতে ইউরোপিয়ান অঞ্চলের ম্যাচে কাজাখস্থানের মুখোমুখি হয় ফ্রান্স। পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিত ম্যাচটিতে তালগাত বেসুফিনভের শিষ্যদের বিপক্ষে ৮-০ গোলের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। তাতেই এক ম্যাচ হাতে রেখে আসন্ন বিশ্বকাপের টিকিট কেটেছে ২০১৮ সালের শিরোপাধারীরা।
ম্যাচের শুরু থেকেই কাজাখস্থানের ওপর চড়াও হয় ফ্রান্স। একের পর এক আক্রমণে সফরকারীদের রক্ষণকে ব্যস্ত করে রাখে। আট গোলের মধ্যে তিনটি হয়েছে প্রথমার্ধে। বাকি পাঁচটি বিরতির পর। ম্যাচের দুই তৃতীয়াংশ সময় বল দখলে রাখে ফ্রান্স। তাছাড়া ২০ শটের মধ্যে ১৪টি লক্ষ্যে ছিল। বিপরীতে ৫ শটের মধ্যে ৩টি লক্ষ্যে রাখতে সক্ষম হয় কাজাখস্থান।
গুনে গুনে চারবার স্কোরশিটে নাম তুলেছেন প্যারিস সেন্ট জার্মেই, পিএসজি তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। জাতীয় দলের হয়ে এটা তার প্রথম হ্যাটট্রিক। এর আগে ১৯৫৮ সালে পশ্চিম জার্মানির বিপক্ষে সবশেষ চার গোল করেছিলেন ফ্রান্সের জুস্ত ফতেইন। এমবাপ্পে ছাড়াও এদিন জোড়া গোল করেছেন করিম বেনজেমা। একবার করে জালের দেখা পেয়েছেন আন্দ্রে র্যাবিওট ও অ্যান্টনি গ্রিজম্যান।
আগামী ১৭ নভেম্বর ফিনল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। ‘ডি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে তারা। সাত ম্যাচে চার জয় এবং তিন ড্রয়ে তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট।