চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পেয়েছে বার্সেলোনা। হাঙ্গেরিয়ান ক্লাব ফেরেঙ্কভারোসকে ৫-১ গোলে হারিয়েছে কাতালানরা।
ন্যু ক্যাম্পে ‘জি’ গ্রুপের ম্যাচে ২৭ মিনিটে মেসিকে ফাউল করায় বাঁশি বাজান রেফারি। মেসির স্পটকিকে লিড নেয় বার্সেলোনা। তাতেই ইউরোপ সেরার মঞ্চে নিজের ১১৬তম গোলটি আনেন এ মহাতারকা।
ম্যাচের ৪২ মিনিটে ডি ইয়ংয়ের সাথে বল দেয়া-নেয়া করে ব্যবধান বাড়ান ফাতি। বিরতির পর ফিরে মেসি-ফাতির পা ঘুরে কৌতিনহোর কাছে যাওয়া বল ৫২ মিনিটে জালে জড়ান ব্রাজিল তারকা।
৭০ মিনিটে স্পটকিকে এক গোল ফিরিয়ে দেয় অতিথিরা। সেই গোলের সুযোগ করে দেয়া জেরার্ড পিকে ৬৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
একজন কম নিয়ে পরে ৮২ মিনিটে ফাতির বদলি পেদ্রি স্কোরলাইন আরেকদফা মোটাতাজা করে বসেন। আর ৮৯ মিনিটে ডেম্বেলে দলের পঞ্চম গোলটি করেন মেসির বানিয়ে দেয়া বল দখলে নিয়ে।
এদিকে হার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছে নেইমারের পিএসজি। ঘরের মাঠেই ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে প্যারিসিয়ানদের পরাজয় ২-১ গোলে।
চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে পিএসজির মাঠে গিয়ে চমক দেখিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নেইমারদের ঘরের মাঠ থেকেই জয় নিয়ে ফিরেছে রেড ডেভিলরা।
২৩ মিনিটেই পেনাল্টি পেয়ে গেছে ম্যানইউ। গোল করতে একেবারেই ভুল করেননি পর্তুগীজ তারকা ব্রুনো ফার্নান্দেস।
ম্যাচের সেকন্ড গোলটা হয়েছে আত্মঘাতি। ম্যানইউ’র মার্শিয়াল বল ঢুকিয়ে দিয়েছেন নিজেদেরই জালে। ১-১ সমতায় থাকা ম্যাচের শেষ মূহুর্তে গোল করে ম্যানচেস্টারের দলটার জয় নিশ্চিত করেছেন মার্কাস রাশফোর্ড।