দুর্নীতিবাজ-ধর্ষকদের সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে : ন্যাপ মহাসচিব
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, সমাজে দুর্নীতি, হত্যা ও ধর্ষণের ভয়াবহতা যেভাবে বিস্তার লাভ করছে, তাতে সমগ্র জাতি এখন আতঙ্কিত হয়ে পড়েছে ।
এইসব ‘দুর্নীতিবাজ ও ধর্ষকদের সামাজিকভাবে বর্জন করতে হবে, প্রতিরোধ করতে হবে’বলে মন্তব্য করেছেন তিনি ।
আজ শনিবার (৩ অক্টোবর) নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে আয়োজিত এক স্মরণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার বিষয়টিও জোরালো হচ্ছে না যার ফলস্বরূপ সিলেটের এমসি কলেজে স্বামীর সামনে স্ত্রী গণধর্ষণের শিকার হচ্ছেন । এটা সত্যি দুঃখজনক ।
আলোচনায় আরও অংশগ্রহণ করেন সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট সাইফুল ইসলাম সেকুল, সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন, কেন্দ্রীয় নেত্রী ডা. আসমা আক্তার মৌসুমী, শহিদুল ইসলাম সাইফুল, মো. আল আমিন, মিস চম্পা প্রমুখ।