Lead Newsসরকার

দৃশ্যমান হচ্ছে পদ্মা সেতুর আড়াই কিলোমিটার

প্রায় মাস খানেক পর পদ্মা সেতুর কাঠামোয় যুক্ত হচ্ছে আরও একটি স্প্যান (ইস্পাতের কাঠামো)। সেতুর ১৬ ও ১৭ নং খুঁটির উপর এটি বসানো হবে।

মঙ্গলবার ১৫০ মিটার দীর্ঘ ১৬তম এ স্প্যানটি স্থাপনের মাধ্যমে প্রায় সোয়া ছয় কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুর ২৪০০ মিটার বা প্রায় আড়াই কিলোমিটার দৃশ্যমান হতে যাচ্ছে।

এছাড়া, চলতি মাসেই পদ্মা সেতুতে বসতে যাচ্ছে অন্তত আরও দুটি স্প্যান। এখন দিন গড়ানোর সাথে সাথে পদ্মা সেতুও দীর্ঘায়িত দৃশ্যমান হবে।

ইউএনবির মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে ভাসমান ক্রেন করে স্প্যানটি মুন্সীগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে নিয়ে যাওয়ার কথা ছিল। তবে নদীতে কুয়াশা থাকায় এটি পৌনে ১০ টায় রওনা হয়।

কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ১৬ ও ১৭ নং খুঁটির দূরত্ব কম হওয়ায় এটি নিয়ে যেতে ভাসমান ক্রেনের তেমন সময় লাগবে না। আবহাওয়াসহ সবকিছু অনুকূলে থাকলে দুপুরের মধ্যেই স্প্যানটি পিয়ারের উপর বসানো সম্ভব হবে।

জানা যায়, কয়েকদিনের মধ্যেই ২২ ও ২৩ নম্বর খুঁটিতে এবং ২১ ও ২২ নং খুঁটির উপর আরও দুটি স্প্যান এ মাসেই বসানো হবে।

সেতুর দায়িত্বশীল এক প্রকৌশলী জানান, ২২ ও ২৩ নম্বর খুঁটির জন্য তৈরি করা স্প্যানটি ২৮ ও ২৯ নম্বর খুঁটির কাছে প্লাটফর্ম তৈরি করে নদীর তীরে রাখা আছে। কিন্তু নদীর চ্যানেলের নাব্যতার কারণে স্প্যানটি সেখান থেকে তুলে এনে স্থাপনে বিলম্ব হচ্ছে।

‘পলি জমে থাকায় নাব্য সংকটের কারণে ক্রেনবাহী জাহাজ খুঁটির কাছে পৌঁছতে পারছিল না তাই স্প্যান বসাতে বিলম্ব হচ্ছিল। তবে দিনরাত ড্রেজিং করে ওই এলাকায় নাব্যতা ফিরিয়ে আনা হয়েছে,’ যোগ করেন তিনি।

এর আগে, চার মাস রিবতির পর গত ২২ অক্টোবর সেতুর জাজিরা অংশে ২৩ ও ২৪ নম্বর পিয়ারে সর্বশেষ স্প্যানটি (১৫তম) বসানো হয়। (সূত্র : ইউএনবি)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =

Back to top button