Lead Newsজাতীয়

দৃশ্যমান হলো পদ্মা সেতুর প্রায় ৫ কিলোমিটার

করোনা মহামারীর কারণে দীর্ঘ ৪ মাস পর বসানো হলো পদ্মা সেতুর ৩২তম স্প্যান। ৩১তম স্প্যান বসানোর ৪ মাস পর ৪ ও ৫ নম্বর খুঁটির ওপর স্থাপন করা হয়েছে এই স্প্যানটি । এটি বসানোর ফলে মূল সেতুর অবকাঠামোর দৈর্ঘ্য দাঁড়াল ৪ হাজার ৮০০ মিটার বা প্রায় ৫ কিলোমিটার।

এই স্প্যানটি মুলত গতকাল বসানোর দিনক্ষণ নির্ধারণ করা হলেও নদীর খরস্রোতের কারনে তা আর সম্ভব হয়নি।

প্রসঙ্গত, গত আগস্ট-সেপ্টেম্বর মাসে ৫টি স্প্যান খুঁটির ওপর বসানোর লক্ষ্য ছিল। তবে মাওয়া প্রান্তের মূল পদ্মায় প্রচণ্ড স্রোত থাকায় একটি স্প্যানও বসানো সম্ভব হয়নি। এখন পদ্মায় বন্যার পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে স্রোতের তীব্রতাও স্বাভাবিক গতিতে ফিরেছে। ফলে পদ্মা সেতুর নির্মাণ কাজেও গতি ফিরেছে।

৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল পদ্মা সেতুতে মোট ৪২টি খুঁটি নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে মাওয়া প্রান্তে ২১টি ও জাজিরা প্রান্তে ২১টি। আর ৪২টি খুঁটির ওপর বসবে ৪১টি স্প্যান।

উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করা হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর একে একে বসানো হলো ৩২টি স্প্যান ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + seventeen =

Back to top button