Lead Newsকরোনাভাইরাসজাতীয়

বাংলাদেশে করোনা শনাক্তের সংখ্যা ৭০ হাজার ছাড়ালো, ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

বাংলাদেশে প্রুতিনিয়ত বেড়েই চলছে করোনাভাইরাসে আক্রান্ত কোভিড-১৯ রোগী এবং আক্রান্ত রোগীর  মৃত্যুর সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪৫ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৭১ জন। একদিনে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আজকেই সর্বোচ্চ।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৯৭৫ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৭১ হাজার ৬৭৫ জন।

মঙ্গলবার( ৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৫৩টি ল‌্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ লাখ ২৫ হাজার ৫৯৫টি।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ৭৭৭ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৩৬ জন।

মৃতদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১২ জন নারী। তাদের মধ্যে ২৮ জন ঢাকা, ১১ জন চট্টগ্রাম, ২ জন সিলেট, ২ জন রাজশাহী, ও ২ জন রংপুর বিভাগের বাসিন্দা। শতকরা হার বিবেচনায় এখন পর্যন্ত দেশে যতজন মারা গেছেন তাদের মধ্যে ৭৭ শতাংশ পুরুষ ও ২৩ শতাংশ নারী।

মৃত ৪৫ জনের বয়স:

  • ১১ থেকে ২০ বছর বয়সী: ২ জন।
  • ২১ থেকে ৩০ বছর বয়সী: ২ জন।
  • ৩১ থেকে ৪০ বছর বয়সী: ৫ জন।
  • ৪১ থেকে ৫০ বছর বয়সী: ৩ জন।
  • ৫১ থেকে ৬০ বছর বয়সী: ১৫ জন।
  • ৬১ থেকে ৭০ বছর বয়সী: ১০ জন।
  • ৭১ থেকে ৮০ বছর বয়সী: ৮ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এক নজরে বাংলাদেশে করোনার সর্বশেষঃ

  • মোট আক্রান্ত: ৭১ হাজার ৬৭৫ জন।
  • মারা গেছেন: ৯৭৫ জন।
  • মোট সুস্থ: ১৫ হাজার ৩৩৬ জন।
  • মোট নমুনা পরীক্ষা: ৪ লাখ ২৫ হাজার ৫৯৫টি

এদিকে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা চার লাখ অতিক্রম করেছে। ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য মতে, করোনায় আক্রান্ত হয়ে মোট ৪ লাখ ৮ হাজার ৯৬৬ জন মানুষ মারা গেছেন। আর এ মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭২ লাখ ১০ হাজার ১৯৬ জন। সুস্থ হয়েছেন ৩৫ লাখ ৫০ হাজার ৫০০ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =

Back to top button