দেশে করোনা থেকে সেরে উঠেছে ১০ হাজারের বেশি মানুষ
দেশে নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়াদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরো ৮১৬ জন সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১০ হাজার ৫৯৭ জন, যা মোট আক্রান্তের ২১ দশমিক ৩৯ শতাংশ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা এযাবৎকালের মধ্যে সর্বাধিক।
আজ সোমবার কোভিড-১৯-সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), বর্তমানে মহাপরিচালকের দায়িত্বে ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা আরো জানান, নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২২ জন মারা গেছেন। সেইসঙ্গে নতুন করে পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে দুই হাজার ৩৮১ জন।
অধ্যাপক নাসিমা সুলতানার দেওয়া তথ্য অনুযায়ী, প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৭২ জনে দাঁড়াল। এ ছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫৩৪ জনে।
ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবে ১৩ হাজার ১০৪টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ৪৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর সুস্থতার হার খুবই কম ছিল। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর নতুন নির্দেশনা দেওয়ার পর থেকে সুস্থতার হার দেশে বাড়তে থাকে।