অন্যান্যখেলাধুলা

দ্বিতীয় কন্যার বাবা হলেন মোহাম্মদ আমির

কন্যা সন্তানের বাবা হওয়া নাকি সৌভাগ্যের লক্ষণ। মোহাম্মদ আমিরের জীবনে সেই সৌভাগ্য এলো দ্বিতীয়বারের মতো। এক কন্যার বাবা আগেই ছিলেন। পাকিস্তানি এই পেসারের ঘর আলো করে এসেছে ফুটফুটে আরেকটি কন্যা সন্তান।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টের মাধ্যমে সুখবরটি ভক্ত-সমর্থকদের জানিয়েছেন আমির নিজেই। বাঁহাতি এই পেসার কন্যার ছবি দিয়ে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ অবশেষে আল্লাহর রহমত জোয়া আমির।’

হ্যাঁ, আমির আর তার স্ত্রী নারজিস খান মিলে দ্বিতীয় কন্যার নামও রেখে ফেলেছেন-জোয়া আমির। আর নতুন অতিথির এমন পোস্টে অভিনন্দনের বন্যা বইয়ে দিচ্ছেন আমিরের সতীর্থসহ ভক্ত-সমর্থকরা।

আমিরের জাতীয় দলের সতীর্থ হাসান আলী টুইটের জবাবে লিখেছেন, ‘মাশাআল্লাহ ভাই, অভিনন্দন।’ পাকিস্তানের আরেক বাঁহাতি পেসার সোহেল তানভির লিখেছেন, ‘মাশাআল্লাহ, তোমার ও তোমার পরিবারকে অভিনন্দন।’ পেসার উমর গুল লিখেছেন, ‘অনেক অনেক মোবারক ভাই।’

আরেক ক্রিকেটার ইমরান ফারহাত লিখেছেন, ‘অভিনন্দন ভাই, আল্লাহ সৌভাগ্য দান করুন, আমিন।’ পাকিস্তানের বাঁহাতি পেসার জুনায়েদ খান তো মনে করিয়েই দিলেন, কন্যা সন্তান মানেই সৌভাগ্য। তিনি লিখেছেন, ‘আপনি অনেক সৌভাগ্যবান যে আল্লাহ আপনাকে কন্যা সন্তান উপহার দিয়েছেন।’

প্রসঙ্গত, ২০১৬ সালের সেপ্টেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন আমির ও নারজিস। তাদের প্রথম সন্তানের নাম মিনসা আমির। মিনসা এবার তার ছোট বোনকেও পেয়ে গেল!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − one =

Back to top button