প্রথম দু’হাজার রোগী সনাক্তকরণে ইতালির পরই বাংলাদেশ!
ইতালিতে ২ হাজার কোভিড-১৯ সংক্রমণ হয়েছে ৩২তম দিনে আর বাংলাদেশে হয়েছে ৪০তম দিনে। স্পেনে ২ হাজার রোগী শনাক্ত হয়েছিল ৪১তম দিনে। ফ্রান্সে ও যুক্তরাজ্যে ৪৮ দিন সময় নিয়েছে। পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে বাংলাদেশে সংক্রমণের হার বেশি হচ্ছে।
দেশ | দুই হাজার আক্রান্ত হতে সময় লেগেছে (দিন) |
ইতালি | ৩২ |
বাংলাদেশ | ৪০ |
স্পেন | ৪১ |
ফ্রান্স ও যুক্তরাজ্য | ৪৮ |
সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যেসব দেশে:রোববার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ২৩ লাখ ৩৪ হাজার ৪৫৯ জন মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রায় ৬ লাখ ৪৬৯ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ১ লাখ ৬০ হাজার ৮৩৫ জনের।
সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যেসব দেশে:
- যুক্তরাষ্ট্র: ৩৯ হাজার ১৫ জন।
- ইতালি: ২৩ হাজার ২২৭ জন।
- স্পেন: ২০ হাজার ৬৩৯ জন।
- ফ্রান্স: ১৯ হাজার ৩২৩ জন।
- যুক্তরাজ্য: ১৫ হাজার ৪৬৫ জন।
- বেলজিয়াম: ৫ হাজার ৪৫৩ জন।
- ইরান: ৫ হাজার ৩১ জন।
- চীন: ৪ হাজার ৬৩২ জন।
- জার্মানি: ৪ হাজার ৫৩৮ জন।
- নেদারল্যান্ডস: ৩ হাজার ৬০১ জন।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ৯১ জনে দাঁড়ালো। এছাড়া নতুন ৩১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ২ হাজার ৪৫৬ জনের শরীরে শনাক্ত হলো প্রাণঘাতি ভাইরাসটি। গত ২৪ ঘন্টায় ৯ জন সুস্থ হয়ে বাড়ি গেছেন। এনিয়ে মোট সুস্থ হয়েছে ৭৫ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।