ধর্ষককে নপুংসক করার আইন পাশ নাইজেরিয়ায়
আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ার কাদুনা প্রদেশেএখন থেকে কেউ ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হলে শাস্তি হিসেবে অস্ত্রোপচারের মাধ্যমে তাকে নপুংসক (খোজা) করে দেওয়া হবে। শুধু তাই নয়, কেউ যদি শিশু বা ১৪ বছরের কম বয়সী কাউকে ধর্ষণ করে, তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। নিউইয়র্ক টাইমস ও স্কাই নিউজের খবরে এমনটি জানানো হয়েছে।
নাইজেরিয়ার কাদুনা প্রদেশে গতকাল বৃহস্পতিবার এমন একটি আইন পাস হয়েছে। প্রদেশটির গভর্নর নাসির আহমেদ এল রুফাই বলেছেন, ‘শিশুদের ধর্ষণের মতো ভয়ানক অপরাধ থেকে বাঁচাতে এমন কঠিন শাস্তির বিধান করার কোনো বিকল্প নেই। এটা প্রয়োজন ছিল।’
নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে লকডাউনের সময় নাইজেরিয়ার ধর্ষণের হার আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এ নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়েই ধর্ষণের বিরুদ্ধে কঠিন শাস্তির বিধান করল দেশটির প্রাদেশিক সরকার।
অবশ্য নাইজেরিয়ার কাদুনা প্রদেশে ধর্ষণের কঠিন শাস্তি আগে থেকেই ছিল। রাজ্যটিতে আগে প্রাপ্তবয়স্ক নারীকে ধর্ষণের শাস্তি ছিল ২১ বছরের কারাদণ্ড। আর সংখ্যালঘুদের ধর্ষণের শাস্তি ছিল যাবজ্জীবন কারাদণ্ড।