ধর্ষণ মামলায় ভিপি নুরসহ ৬ জনের গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগী তরুণীর আবেদন
ধর্ষণ মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরসহ ৬ আসামির গ্রেপ্তার চেয়ে আবেদন করেছেন সেই তরুণী।
রবিবার (৪ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তারের আদালতে এ আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী শিক্ষার্থী। আদালত নথি পর্যালোচনা করে আদেশে বলেন, মামলাটি আমলযোগ্য। পুলিশ চাইলে আসামিদের যেকোনো সময় গ্রেপ্তার করতে পারেন।
মামলায় আলাদা করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রয়োজন নেই বলেও জানায় আদালত। সেই সঙ্গে, ভিকটিমের আবেদনটি নথিভুক্ত করা হলো বলেও জানায় আদালত। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর হাকিম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান।
গত ২০ সেপ্টেম্বর রাতে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু’র সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরসহ ৬ বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে লালবাগ থানায় মামলা দায়ের করেন ঢাবি’র এক শিক্ষার্থী। মামলায় নুরের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়েছে। এছাড়া, এ মামলায় নুর ছাড়াও এজহারনামীয় আরো ৫ জন আসামি রয়েছেন। তার হলেন: হাসান আল মামুন, নাজমুল হাসান, মো. সাইফুল ইসলাম, নাজমুল হুদা ও আবদুল্লাহ হিল বাকি। মামলার প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে ৭ অক্টোবর।