নতুন অধ্যায়’ সূচনার লক্ষ্যে মার্কিন প্রতিনিধিদের তালেবানের বৈঠক শুরু
আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, “কাতারে সিনিয়র তালেবান ও মার্কিন প্রতিনিধিরা তাদের দেশের সম্পর্কে ‘নতুন অধ্যায়’ সূচনা করার লক্ষ্যে আলোচনা শুরু করেছেন।”
আজ শনিবার দোহায় উভয় দলের প্রত্যক্ষ উপস্থিতিতে বৈঠকটি শুরু হয়। আগস্টে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর এই প্রথম দুই দল বৈঠকে বসল।
আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকি বলেন, “বৈঠকে তালেবান প্রতিনিধিদলের প্রধান লক্ষ্য হলো মানবিক সহায়তা এবং গত বছর ওয়াশিংটনের সাথে সই হওয়া চুক্তি বাস্তবায়ন। ওই চুক্তির ফলেই ২০ বছরের দখলদারিত্বের অবসান ঘটিয়ে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর প্রত্যাহার ঘটে।”
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আফগান প্রতিনিধিরা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ জানিয়েছিলেন। আর যুক্তরাষ্ট্র আফগান জনসাধারণকে করোনাভাইরাসের টিকা প্রদানের প্রস্তাব দিয়েছে।”
তালেবান প্রতিনিধিদলের পরে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদলের সাথে বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে।
সূত্র : আল জাজিরা