Lead Newsআন্তর্জাতিকধর্ম ও জীবন

নামাজ পড়ায় উৎসাহিত করতে কাবুলে শত শত লাউডস্পিকার!

দেশের নাগরিকদের নামাজে যোগদানে উৎসাহিত করতে শত শত লাউস্পিকার বসানো হয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুলে। একই সাথে দেশের বিভিন্ন স্থানে খালি স্থাপনাগুলোতে নামাজ আদায়ের ব্যবস্থা করেছে।
আফগান সরকারের আমর বিল মারুফ নাহি আনিল মুনকার বিভাগের তত্ত্বাবধানে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর এএফপি।
দায়িত্বপ্রাপ্ত বিভাগটি এক বিবৃতিতে জানিয়েছে, আগের সরকার বিভিন্ন স্থান থেকে অনেক মাইক, লাউডস্পিকার সরিয়ে নিয়েছিল। ফলে লোকজন যথাসময়ে আজান শুনতে পারতো না।
সেজন্য এখন নতুন করে কাবুলের বিভিন্ন স্থানে চার শতাধিক লাউডস্পিকার লাগানো হয়েছে। যাতে লোকজন একই সময়ে সব প্রান্ত থেকে আজান শুনতে পারে এবং নামাজের জন্য মসজিদে আসতে পারে।
স্থানীয় গণমাধ্যম আরও জানিয়েছে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার বিভাগ কাবুলের নির্দিষ্ট কিছু অংশের দোকান-মার্কেটকে জুমার নামাজের সময় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা হাতে নেয় তালেবান। এরপর থেকে তারা শরিয়া বিধান অনুসারে দেশ পরিচালনা করতে থাকে।
শুরুতে কিছুটা নমনীয় ভাব দেখালেও এখন তারা পুরোপুরি সে বিধান অনুসরণ করছে। বিশেষ করে কয়েকদিন আগে দেশটির সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা বিচারকদের ইসলামিক আইন পুরোপুরিভাবে প্রয়োগের নির্দেশ দেন। এরই মধ্যে তার বাস্তবায়ন শুরু হয়ে গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 14 =

Back to top button