Lead Newsদেশবাংলা

নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের আসামি দেলোয়ার গ্রেফতার

নোয়াখালী জেলা বেগমগঞ্জ উপজেলার এখলাশ পুর গ্রামে মিথ্যা অপবাদ দিয়ে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলার প্রধান আসামি দেলোয়ারকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড একশন ব্যাটেলিয়ন- র‍্যাব। সোমবার (০৫ অক্টোবর) সকাল ৯ টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব-১১ এর ক্যাপ্টেন লে. কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, দেশব্যাপী চাঞ্চল্যকর ওই ঘটনায় মামলা দায়েরের পর আমাদের কাছে খবর আসে, জড়িত কয়েকজন গা ঢাকা দেয়ার উদ্দেশ্যে ঢাকায় অবস্থান নিয়েছেন। ওই খবরে র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তারপর, রোববার মধ্যরাত থেকে সোমবার ভোররাত পর্যন্ত র‌্যাব-১১-এর সাঁড়াশি অভিযানে দেলোয়ারকে নারায়ণগঞ্জ থেকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

এর আগে, ওই ঘটনায় ৯ জনকে আসামি করে পর্নোগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী নারী। ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। বর্বর এ ঘটনার বিচার দাবি করেছেন সবাই।

এর প্রেক্ষিতে, রোববার এ ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করে পুলিশ।

স্বজনদের অভিযোগ, স্বামীর সঙ্গে ছড়াছড়ি হওয়ার পর থেকে নোয়াখালীতে ওই নারী তার বাবার বাড়ি চলে আসেন। এরপর থেকে বিভিন্ন সময় তাকে উত্যক্ত করে আসছিল স্থানীয় রহিম, বাদল, কালাম ও তাদের সহযোগীরা।

গত ২ সেপ্টেম্বর তার সাবেক স্বামী গৃহবধূর সঙ্গে দেখা করতে আসেন। এসময় অপরিচিত লোক দাবি করে তাকে বেঁধে ফেলে স্থানীয় ঐ বখাটেরা। পরে ঘরের ভেতর ঢুকে ওই গৃহবধূকে বিবস্ত্র করে চালায় অমানুষিক নির্যাতন। সেই ভিডিও ধারণ করে ছড়িয়েও দেয়া হয় সামাজিক মাধ্যমে।

দোষীরা প্রভাবশালী হওয়ায় ঘটনার পর ৩২ দিন পার হলেও ভয়ে মুখ খোলেনি কেউ। কিন্তু সম্প্রতি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র প্রতিবাদ।

নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, গৃহবধূকে নির্যাতনের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। অভিযুক্তদের গ্রেফতারে এবং নির্যাতিতা পরিবারকে আইনি সহযোগিতা দিতে জেলা পুলিশের ৫টি ইউনিট মাঠে কাজ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 3 =

Back to top button