দেশবাংলা
নোয়াখালীতে নিক্সন চৌধুরীর কুশপুত্তলিকা দাহ
নোয়াখালী ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জাকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করায় ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে বসুরহাটে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বসুরহাট বাজারের রুপালী চত্তরে এসে শেষ হয়।
এসময় বক্তারা নোয়াখালী ও মেয়র আব্দুল কাদের মির্জাকে নিয়ে খারাপ মন্তব্য করায় নিক্সন চৌধুরীরকে অতি শীঘ্রই নোয়াখালীর মানুষের কাছে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানানো হয়।
বিক্ষোভ মিছিলে কোম্পানীগঞ্জে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে।