পত্রিকা কিনলে সঙ্গে মাস্ক ফ্রি
ভারতে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বাড়ছেই। তবে প্রাণঘাতী এ ভাইরাসের প্রকোপ বাড়লেও, সে অনুযায়ী মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মানছে না দেশটির জনগণ। এ পরিস্থিতিতে করোনার সংক্রমণ রোধে জনগণের সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ নিয়েছে ‘রোশনি’ নামের জম্মু-কাশ্মীরের একটি উর্দু সংবাদপত্র।
শ্রীনগর থেকে প্রকাশিত পত্রিকাটি গত মঙ্গলবার (২১ জুলাই) পাঠকদের জন্য প্রতি কপির সঙ্গে বিনামূল্যে একটি করে সার্জিক্যাল মাস্ক উপহার দেয়।
মাস্কের সঙ্গে পাঠকদের জন্য ছিল ছোট্ট একটি সতর্কবার্তা। পত্রিকাটির প্রথম পাতায় মাস্কটির পাশে লেখা ছিল, ‘মাস্ক কা ইস্তেমাল জরুরি হ্যায় (মাস্ক ব্যবহার জরুরি)’। এতে আরও উল্লেখ করা হয় ‘মাস্ক ব্যবহারে শুধু নিজেকে নয়, আশপাশের মানুষকেও সুস্থ রাখা যেতে পারে।’
কাশ্মীরের পুরনো পত্রিকাগুলোর মধ্যে একটি ‘রোশনি’, এর মূল্য ২ রুপি। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্বল্পমূল্যের পত্রিকাটি পাঠকদের জন্য এই উপহার দিয়েছে। পত্রিকার সঙ্গে মাস্ক উপহারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। সেই সঙ্গে প্রশংসায় ভাসছে পত্রিকাটি।
এক সাক্ষাৎকারে রোশনি’র সম্পাদক জহুর আহদের শোরা বলেন, করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে জনগণকে সচেতন করা সবচেয়ে জরুরি। তাই করোনার ভয়াবহতার কথা না ভেবে যারা মাস্ক ছাড়া চলাফেরা করছে তাদের সচেতন করতে এই অভিনব উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, করোনা সংক্রমণ থেকে নিজেদের সুরক্ষিত রাখতে মাস্ক পরার বিষয়ে জনগণ এখনও উদাসীন। বারবার মুখে বলে, সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েও সতর্ক করা যায়নি। তাই পত্রিকার সঙ্গেই বিনামূল্যে মাস্ক দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে সরাসরি মানুষের হাতে মাস্ক পৌঁছে দিয়ে তাদেরকে এটা ব্যবহারের গুরুত্ব বোঝানো যাবে বলে আশা করা হচ্ছে।