Breakingআন্তর্জাতিক

পর্যটকদের ফেরাতে বিনামূল্যে ৫ লাখ বিমান টিকেট দেবে হংকং

পর্যটন ফিরিয়ে আনতে বিনামূল্যে পাঁচ লাখ বিমান টিকেট দেয়ার পরিকল্পনা ঘোষণা করেছে হংকং। গত বৃহস্পতিবার হংকং সরকারের তরফ থেকে এই ঘোষণা দেয়া হয়। যদিও গত দুই বছর ধরেই এর প্রস্তুতি চলছিল। পর্যটকদের কাছে প্রচণ্ড রকমের জনপ্রিয় হংকং। তবে কোভিড মহামারীর কারণে সাম্প্রতিক সময়ে পর্যটকদের হংকং প্রবেশে নিষেধাজ্ঞা ছিল বহুদিন। এখন সব স্বাভাবিক হওয়ার পর পর্যটকদের আবারও ফেরাতে নতুন এই উদ্যোগ নিয়েছে শহরটি।

সিএনএন জানিয়েছে, এই উদ্যোগের নাম দেয়া হয়েছে ‘হ্যালো হংকং’। মোট তিনটি এয়ারলাইনের মাধ্যমে এই বিনামূল্যে টিকেট দেয়া হবে। এগুলো হচ্ছে, ফ্ল্যাগ ক্যারিয়ার ক্যাথে প্যাসিফিক, এইচকে এক্সপ্রেস এবং হংকং এয়ারলাইন্স। এ জন্য শহরটিকে খরচ করতে হবে ২৫৫ মিলিয়ন ডলার। যেসব পর্যটক হংকং ভ্রমণ করতে চান তাদেরকে ১লা মার্চ থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিজের নাম নিবন্ধন করতে হবে।

এরপর লটারির মাধ্যমে তাদের মধ্য থেকে ভাগ্যবানদের সিলেক্ট করা হবে।
মার্চে শুধু দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষদের জন্যে এই সুবিধা চালু হবে। এপ্রিলে চালু হবে চীনের মূল ভূখণ্ডের জন্য। আর মে মাসে চালু হবে গোটা বিশ্বের জন্য। এর আগে যারা হংকং সফর করেছেন, এবার তারা পুরোপুরি ভিন্ন শহর দেখতে পাবেন বলে জানিয়েছে সিএনএন। কোভিডের কারণে জনপ্রিয় অনেক পর্যটন আকর্ষণ এখন বন্ধ রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =

Back to top button