পশ্চিম তীরের মসজিদ গুঁড়িয়ে দিলো ইসরাইল
অধিকৃত পশ্চিম তীরের একটি মসজিদ গুঁড়িয়ে দিয়েছে ইসরাইল। এই হামলার সময় অন্তত এক ব্যক্তি নিহত হয়েছে বলে ফিলিস্তিনি চিকিৎসকেরা জানিয়েছেন।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, জেনিন উদ্বাস্তু শিবিরে অবস্থিত আল-আনসার মসজিদটিতে আঘাত হানা হয়েছে। এ সময় হামাস ও ইসলামি জিহাদের বেশ কয়েকজন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছৈ। তারা আক্রমণ করার জন্য কমান্ড সেন্টার হিসেবে ভবনটিকে ব্যবহার করছিল।
ফুটেজ এবং সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, ইসরাইলি হামলায় মসজিদটির ব্যাপক ক্ষতি হয়েছে।
তবে হতাহত সম্পর্কে পরস্পরবিরোধী খবর পাওয়া যাচ্ছে। ফিলিস্তিনি চিকিৎসকেরা বলছেন, হামলায় অন্তত এক ব্যক্তি নিহত হয়েছে। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
অধিকৃত পশ্চিম তীর থেকে আল জাজিরার সারা খাইরাত সৌদ বলেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে জেনিন উদ্বাস্তু শিবিরের বাসিন্দারা একটি যুদ্ধবিমান দেখেছে। তারা পশ্চিম তীরে বিমান হামলা হতে দেখে আশ্চর্য হয়েছে।
সাম্প্রতিক সময়ে এর আগেও পশ্চিম তীরে বিমান হামলা হয়েছে।
সূত্র : আল জাজিরা