পাঁচ টাকা ভাড়া বেশি চাওয়ায় রিকশা চালক খুন
আশুলিয়ায় পাঁচ টাকা বেশি ভাড়া চাওয়ায় এক অটোরিকশা চালককে লাথি মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল নরসিংহপুর-কাশিমপুর আঞ্চলিক সড়কের ইউসুফ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ফজলুল হককে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
নিহত অটোরিকশা চালক আব্দুল আলীম গাজীপুর মহানগরীর কাশিমপুর বাগবাড়ি এলাকার জয়নাল আবেদীনের ছেলে। আটককৃত ফজলুল হক শেরপুরের নালিতাবাড়ি থানার কাকড়কান্ডি গ্রামের আব্দুল লতিফের ছেলে।
পুলিশ জানায়, সকালে আশুলিয়ার নরসিংহপুর বাসস্ট্যান্ড থেকে ইউসুফ মার্কেট যাওয়ার কথা বলে রিকশায় ওঠেন ফজলুল হক। গন্তব্যে পৌঁছালে রিকশাচালক আলীম তার কাছে পাঁচ টাকা বেশি ভাড়া দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে আলীমকে লাথি মেরে ফেলে দেন ফজলুল হক। এতে আলীম অপর একটি রিকশার সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ফজলুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।