পাকিস্তানি প্রেমিকার জন্য ১২০০ কিলোমিটার পাড়ি ভারতীয় যুবকের!
বলিউড তারকা শাহরুখ খান ও প্রীতি জিনতার সেই অমর প্রেমকাহিনী ‘বীরজারা’ সিনেমা অনেকেই দেখেছেন। প্রেমিকাকে আপন করে নিতে পাকিস্তান চলে গিয়েছিলেন ভারতের ‘বীর’। তারপর ২২ বছর জেল! অবশ্য শেষ বয়সে একে-অপরকে আপন করতে পেরেছিলেন তাঁরা।
কিন্তু এবার খোঁজ মিলল বাস্তবের এক ‘বীর’-এর। পাকিস্তানি প্রেমিকাকে দেখতে প্রায় এক হাজার ২০০ কিলোমিটার পাড়ি দিয়ে সীমান্তের কাছে এসে অসুস্থ হয়ে পড়ল সে, নাহলে হয়তো কাঁটাতার টপকে চলেই যেতেন করাচি।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বরাত দিয়ে সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানায়, দীর্ঘ এক হাজার ২০০ কিলোমিটার পথ পেরিয়ে আসার ক্লান্তিতে গুজরাটের কচ্ছ উপত্যকার কাছে এসে জ্ঞান হারিয়ে ফেলেন ২০ বছর বয়সী ওই যুবক।
অসুস্থতার মাঝেই তাকে দেখতে পান বিএসএফ জওয়ানরা। তারাই ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
জানা যায়, আলোচিত যুবকের নাম জিশান সিদ্দিকি। মহারাষ্ট্রের ওসামাবাদ এলাকার বাসিন্দা ওই যুবক বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র।
ফেসবুকে পরিচয় হওয়া এক তরুরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান জিশান, যার বাড়ি পাকিস্তানের করাচিতে। সামনে থেকে কেউই কাউকে দেখেননি। সেই দূরত্ব দূর করতেই উদ্যত হন জিশান।
তাই বাইক নিয়েই মহারাষ্ট্রের ওসামাবাদ থেকে করাচির উদ্দেশে রওনা দেন তিনি। ১২০০ কিলোমিটার বাইক চালিয়ে সে পৌঁছে গিয়েছিলেন পাকিস্তান সীমান্তের বেশ কাছে।
সেই সময়েই ঘটল বিপত্তি। গুজরাট হয়ে পাকিস্তানে প্রবেশের পরিকল্পনা করেছিলেন ওসামাবাদের এই যুবক। কচ্ছের রণ এলাকায় পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু এই গ্রীষ্মে শরীর আর সঙ্গ দেয়নি তাঁর।
সীমান্তের কাছেই সংজ্ঞা হারিয়ে ফেলেন জিশান। সেখান থেকেই তাঁকে উদ্ধার করেন বিএসএফ সদস্যরা। ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকেই পুলিশের হাতে তুলে দেওয়া হয় প্রেমিক জিশানকে।