আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) পাবনা-৪ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ভোটগ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এ উপলক্ষে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে সমস্ত নির্বাচনি উপকরণ।
শুক্রবার দুপুর ২টার পর নির্বাচনি কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারের হাতে বুঝিয়ে দেওয়া হয় ভোটগ্রহণের উপকরণ।
গত বৃহস্পতিবার মধ্যরাতেই শেষ হয়েছে প্রার্থীদের সমস্ত প্রচার-প্রচারণা এবং ইতিমধ্যেই নির্বাচন কমিশন অত্র এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে ।
বৃহস্পতিবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সব দলের মনোনীত প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার-প্রচারণা চালান এবং নিজেদের জন্য ভোট চান ।
পাবনা-৪ আসনটি ঈশ্বরদী ও আটঘরিয়া— এই দুই উপজেলা, দু’টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত বলে জানায় নির্বাচন কমিশন ।
এই আসনে মোট ভোটকেন্দ্র ৮৪টি, মোট ভোটার ৩ লাখ ৮১ হাজার ১ শ’ ১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯১ হাজার ৬৯৭ জন, নারী ভোটার ১ লাখ ৮৯ হাজার ৪১৫ জন।
গত ২ এপ্রিল সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু মারা যাওয়ায় এ আসনটি শূন্য ঘোষণা করা হয়।
পাবনা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বলেন, পাবনা-৪ আসনের উপনির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন।
নির্বাচনে যেন কোনো ধরনের সহিংসতা না ঘটে এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে ।