ডেনিশ একটি ফাউন্ডেশন থেকে পুরস্কার হিসেবে পাওয়া এক লাখ ডলার করোনাভাইরাসের কারণে সংকটে পড়া শিশুদের সহায়তায় দিয়ে দিয়েছে আলোচিত সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ।
বৃহস্পতিবার ১৭ বছর বয়সী গ্রেটার এই অনুদানের খবর এক বিবৃতিতে নিশ্চিত করেছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ।
তাতে গ্রেটা বলেন, ‘জলবায়ু সংকটের মতো, করোনাভাইরাসও শিশুদের অধিকার সংকটে ফেলবে। এটা বর্তমানে ও ভবিষ্যতে সমগ্র শিশুদের ওপর প্রভাব ফেলবে।’
শিশুদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে গ্রেটা বলেছে, ‘শিশুদের জীবন রক্ষা, তাদের স্বাস্থ্য সুরক্ষা এবং তাদের লেখাপড়া চালিয়ে নেওয়ায় মতো ইউনিসেফের গুরুত্বপূর্ণ কার্যক্রমে সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’
ইউনিসেফ জানিয়েছে, দারিদ্র্য দূরীকরণমূলক ডেনমার্কের বেসরকারি প্রতিষ্ঠান ‘হিউম্যান অ্যাক্ট’ থেকে গ্রেটা এই এক লাখ ডলার পুরস্কার হিসেবে পেয়েছিল। এই তহবিল করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত শিশুদের সহায়তায় বড় উৎসাহ জোগাবে বলে জানায় তারা।
গ্রেটা জানায়, মার্চের শেষ দিকে মধ্য ইউরোপে সফরের পর তিনি নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হতে বসেছিলেন। এই রোগের অনেক লক্ষণই নাকি তার ছিল।