Breakingঅপরাধ ও দূর্ঘটনা

পুলিশকে ঘুষি মেরে হাতকড়াসহ পালালো যুবক

ফরিদপুরের আলফাডাঙ্গা থানার দুই পুলিশ সদস্যকে ঘুষি মেরে হাতকড়াসহ পালিয়েছেন মো.বরকত হোসেন (২৩) নামে এক যুবক। উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের বেড়িরহাট গ্রামে শুক্রবার (৪ জুন) সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।

আহত দুই পুলিশ সদস্য হলেন আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক মঞ্জুর হোসেন ও মো. জামালউদ্দিন।

বরকত হোসেন বেড়িরহাট গ্রামের বাসিন্দা এবং বেড়িরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর হোসেন ওরফে মঞ্জু মাস্টারের ছেলে। বরকত মানসিক রোগী বলে দাবি করেছে পরিবার।

পাচুড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর হোসেন জানান, পুলিশ সদস্য মঞ্জুর হোসেন বরকতের হাতে হ্যান্ডকাফ পরান। তখন বরকত অন্য হাত দিয়ে মঞ্জুর হোসেনের মাথায় ঘুষি মারেন। এ সময় অন্য পুলিশ সদস্য জামালউদ্দিন বরকতের আরেক হাত ধরে ফেলেন। বরকত তখন হ্যান্ডকাফসহ পুলিশ জামালউদ্দিনের মাথায় ঘুষি মেরে পালিয়ে যান।

পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মিজানুর রহমান জানান, হাতকড়াসহ পালিয়ে যাওয়া ওই আসামিকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। তবে বিষয়টি বুঝতে পারলাম না। দুই-তিন জন দারোগার সামনে থেকে ২৩ বছরের একটি ছেলে হ্যান্ডকাপসহ পালায় কীভাবে?’

এ প্রসঙ্গে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, বেড়িরহাট গ্রামে একটি সালিশে দুই পক্ষের বাদানুবাদ হয়। এ খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বরকত হোসেন নামে ওই ব্যক্তিকে দেশীয় অস্ত্রসহ আটক করে। তাকে হ্যান্ডকাফও পরানো হয়।

বরকতের লোকজন পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি। তবে তার বাবা মঞ্জুর হোসেন মাস্টারকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =

Back to top button