Lead Newsআন্তর্জাতিক

পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় ভারতীয় কৃষকেরা ক্ষুব্ধ

পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করছেন ভারতের কৃষকেরা। বন্যার কারণে দেশটিতে পেঁয়াজের দাম তিন গুণ বেড়ে যাওয়ায় পেঁয়াজ রপ্তানির ওপর আচমকা নিষেধাজ্ঞা আসে।

পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্তে ক্ষুব্ধ দেশটির ব্যবসায়ী ও রাজনীতিকরাও।

তাঁরা বলছেন, মৌসুমি বৃষ্টিপাতে ক্ষয়ক্ষতির পর পেঁয়াজ উৎপাদনকারী অঞ্চল মধ্যপ্রদেশ, গুজরাট, কর্ণাটক ও মহারাষ্ট্রের কৃষকেরা যখন ভালো মূল্য পেতে শুরু করেছে; তখনই রপ্তানি বন্ধের সিদ্ধান্ত এলো।

ভারতীয় এক পেঁয়াজ ব্যবসায়ী সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, ‘আমরা ক্ষুব্ধ। পেঁয়াজ গুদামে সংক্ষরণ করা এখন কঠিন হবে। রপ্তানি বন্ধ করায় পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। এত পেঁয়াজ আমরা এখন কোথায় বিক্রি করব? ভারতেও যে দাম কমে যাবে, তা নয়।’

ভারতীয় একজন কৃষক বলেন, ‘পেঁয়াজ রপ্তানি করায় আমরা কৃষকরা লাভবান হচ্ছিলাম। অনেক ক্ষয়ক্ষতির পর ভালো মূল্য পাচ্ছিলাম আমরা। আর তখনই সরকার রপ্তানি বন্ধ করে দিল।’

এদিকে, কেন্দ্রীয় সরকারের রপ্তানি বন্ধের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা ও মহারাষ্ট্র রাজ্যের জোট সরকারের অন্যতম অংশীদার শারদ পাওয়ার। এক টুইটে তিনি বলেছেন, ‘নিষেধাজ্ঞার কারণে উপসাগরীয় বিভিন্ন দেশসহ শ্রীলঙ্কা ও বাংলাদেশের পেঁয়াজের বাজারে ভারতের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে এবং তাতে লাভবান হবে উৎপাদনকারী পাকিস্তানসহ অন্যান্য দেশ।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three − 2 =

Back to top button