বিচিত্র
‘পেঁয়াজ চাইয়া লজ্জা দেবেন না’
একটা সময় অনেক দোকানে লেখা থাকত— ‘বাকি চাহিয়া লজ্জা দেবেন না। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে এ ধরনের লেখাগুলোও বদলে গেল।
এখন অনেক দোকানেই লেখা হয়— ‘আপনি সিসি ক্যামেরার আওতায় আছেন। ‘সিসি ক্যামেরায় আপনার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে’ ইত্যাদি।
সম্প্রতি পিয়াজও চলে এসেছে এই তালিকায়। পিয়াজের বাজারের অস্থিরতায় দোকানগুলো এখন লিখতে শুরু করেছে-‘পেঁয়াজ চাইয়া লজ্জা দেবেন না।’
পশ্চিমবঙ্গের বহরমপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে নওদাপাড়া রেলগেট লাগোয়া একটি পাইস হোটেলে, ক্যাশ কাউন্টারের ঠিক পাশে, এ ধরনের একটি নোটিশ সাঁটানো হয়েছে, সূত্র: আনন্দবজার।
যা দেখে অনেকেই বলছেন, ‘আগে হোটেলে ঢুকলেই না চাইতেই হাজির হয়ে যেত নুন, পিয়াজ, লেবু, মরিচ। কোনও অতিরিক্ত পয়সা লাগত না। এখন এমন দিনও দেখতে হচ্ছে!’