করোনাভাইরাসের আরেক ভ্যারিয়েন্ট বা ধরন প্রাণঘাতী ওমিক্রন নিয়ে নতুন করে বিশ্বব্যাপী উদ্বেগ-উৎকণ্ঠার প্রেক্ষিতে দেশে দেশে নানা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশেও দুই জন নারী ক্রিকেটারের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, যারা সম্প্রতি জিম্বাবুয়ে থেকে দেশে ফেরেন।
এমতাবস্থায় করোনাভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্ট নিয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার মন্ত্রিসভা বৈঠকের অনির্ধারিত আলোচনায় এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
নিজের সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। অপরদিকে, সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে অংশ নেন।
বৈঠকশেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, আজকে মন্ত্রিসভা বৈঠকে বিশেষ করে ওমিক্রন নিয়ে বেশি আলোচনা হয়েছে। এ বিষয়ে খুবই কেয়ারফুল, সতর্ক, থাকতে বলেছেন সরকারপ্রধান। এটা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ছে, সেটা আপনারা জানেন।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে শিগগিরই টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু করার জন্য নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এখন কবে, কীভাবে এবং কাদের বুস্টার ডোজ দেওয়া হবে এবং সেটা বিনামূল্যে নাকি অর্থের বিনিময়ে দেওয়া হবে সেটা নির্ধারণে কাজ করতে বলেছেন সরকারপ্রধান।