Lead Newsশিক্ষাঙ্গন
প্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষা শুরু
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা সারাদেশে রোববার শুরু হয়েছে। দেশব্যাপী সাত হাজার ৪৭০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এবার পরীক্ষায় ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন ছাত্র-ছাত্রী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ১১ লাখ ৮১ হাজার ৩০০ জন এবং ছাত্রী ১৩ লাখ ৭১ হাজার ৯৬৭ জন।
পাশাপাশি ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন শিক্ষার্থীর মধ্যে এক লাখ ৮৭ হাজার ৮২ জন ছাত্র এবং এক লাখ ৬৩ হাজার ২৮৯ জন ছাত্রী ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে।
এছাড়া দেশের বাইরে ৬১৫ জন শিক্ষার্থীও এ পরীক্ষায় অংশ নিচ্ছে। সূচি অনুযায়ী, আগামী ২৪ নভেম্বর পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। (খবর : ইউএনবি)