করোনাভাইরাসবিচিত্র
প্লেনের টিকিট কেটে একাই মায়ের কাছে ফিরলো পাঁচ বছরের বিহান
প্লেনের টিকিট কেটে একাই দিল্লি থেকে বেঙ্গালুরুতে মায়ের কাছে ফিরল পাঁচ বছরের শিশু বিহান শর্মা।
গতকাল সোমবার ভারতের অভ্যন্তরীণ প্লেনের চলাচলের প্রথম দিনেই বিহান দিল্লি থেকে একাই টিকিট কেটে প্লেনে চেপে বসে ও বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক এয়ারপোর্টে মায়ের সঙ্গে দেখা করে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, তিন মাস মাকে ছেড়ে থাকতে থাকতে অবশেষে প্লেনে বিশেষ বিভাগের টিকিট কেটে একাই বিমানে চেপে মায়ের কাছে ফেরে বিহান। হলুদ জামা প্যান্ট পরা বিহান শর্মা তখন মুখোশ এবং নীল গ্লাভস পরে দাঁড়িয়ে।
ছেলেকে পাশে নিয়েই সংবাদ সংস্থা এএনআইকে বিহানের মা বলেন, ‘আমার পাঁচ বছরের ছেলে বিহান দিল্লি থেকে একাই প্লেনে চেপে চলে এসেছে, ও তিন মাস পর বেঙ্গালুরুতে ফিরে এল।’