ফিজিতে বাংলাদেশিদের পাওনা পরিশোধের নির্দেশ
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত স্বাধীন দ্বীপরাষ্ট্র ফিজিতে সরকার সেদেশের স্থানীয় একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কয়েকজন বাংলাদেশী শ্রমিককে বেতন-ভাতা না দেয়াসহ নির্যাতন চালানোর অভিযোগ ওঠার পর তাদের পাওনা পরিশোধ করতে নির্দেশ দিয়েছে।
সম্প্রতি ওই কর্মীদের দুর্দশা নিয়ে স্থানীয় গণমাধ্যম এফবিসি নিউজ খবর ছেপেছিলো। এফবিসি নিউজ এর প্রতিবেদনে বলা হয়, শ্রমিকরা মজুরি, খাবার ভাতা, ওভারটাইম, বার্ষিক ছুটি ও সরকারি ছুটির দিনের কর্মভাতা না পাবার অভিযোগ করছিলেন।
এর প্রেক্ষিতে দেশটির কর্মসংস্থান মন্ত্রী এক সাক্ষাৎকারে নিশ্চিত করেন যে, অভিযুক্ত প্রতিষ্ঠান চারজন শ্রমিকের পাওনা বাবদ প্রায় নয় হাজার ডলারের বেশি পরিশোধ করবে। ইতিমধ্যে এ সংক্রান্ত নির্দেশ নিয়ে মন্ত্রণালয়টির একাধিক কর্মকর্তা গত বুধবার ওই প্রতিষ্ঠানে গিয়েছেন।
তাছাড়া, বাংলাদেশী এই শ্রমিকরা যাতে যথাযথভাবে দেশে ফিরতে পারেন, সে বিষয়ে দেশটির অভিবাসন বিভাগের সাথেও কাজ করছে এ মন্ত্রণালয়।