ফিফার সেরাদের লড়াইয়ে ৭ কোচ
বর্ষসেরা নারী ও পুরুষ ফুটবলার বেছে নিতে সোমবার রাতে আলাদা দুটি প্রাথমিক তালিকা দিয়েছে ফিফা। ঘোষিত এই তালিকায় ১১ জন পুরুষ ও ১৩ জন নারী ফুটবলারের ঠাঁই হয়েছে। একই দিন সেরার লড়াইয়ে কোচদেরও সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।
কোচদের এই লড়াইয়ে প্রত্যাশিতভাবেই আছেন আর্জেন্টিনার প্রায় তিন দশকের অপেক্ষা ঘোচানো লিওনেল স্কালোনি। তার প্রতিদ্বন্দ্বী আছেন ছয়জন। প্রত্যাশিতভাবেই সংক্ষিপ্ত তালিকায় নাম এসেছে ইতালিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতানো রবার্তো মানচিনির। আছেন ম্যানচেস্টার সিটিকে ইংলিশ লিগ জেতানো পেপ গার্দিওলাও।
বর্ষসেরা কোচ নির্বাচনের লক্ষ্যে সাতজনকে মনোনয়ন দিয়েছে ফিফা। সোমবার রাতে নিজেদের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। তালিকায় আরো আছেন চেলসিকে গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতানো টমাস টুখেল। আছেন আরেক জার্মান কোচ হান্সি ফ্লিকও।
গত মৌসুম শেষে বায়ার্ন মিউনিখের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান ফ্লিক। পরে জার্মানি জাতীয় দলের দায়িত্ব নেন তিনি। সেরার লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ইন্টার মিলানকে ১১ বছর পর সিরি’এ লিগ জিতিয়ে টটেনহাম হটস্পারে যোগ দেওয়া ইতালিয়ান কোচ অ্যান্তনিও কন্তে।
প্রত্যাশিতভাবেই তালিকায় জায়গা পেয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদকে স্প্যানিশ লা লিগা জেতানো আর্জেন্টাইন কোচ ডিয়েগো সিমন। গত বছরের ৮ অক্টোবর থেকে এ বছরের ৭ আগস্ট পর্যন্ত পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এসব কোচকে বেছে নিয়েছে ফিফা কমিটি।
একই দিন মেয়েদের ফুটবলের পাঁচজন কোচের নাম ঘোষণা করেছে ফিফা। এ ছাড়া নারী ও পুরুষ ফুটবলের পাঁচজন করে গোলরক্ষকের নাম দিয়েছে তারা। বর্ষসেরা গোল অর্থাৎ পুসকাস অ্যাওয়ার্ডের প্রাথমিক তালিকাও ঘোষণা বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা।
পছন্দের কোচ এবং খেলোয়াড়দের আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ফিফার ওয়েবসাইটে ভোট দিতে পারবেন ফুটবলপ্রেমীরা। আগামী বছরের জানুয়ারিতে প্রথম সপ্তাহে সংক্ষিপ্ত তালিকার সেরা তিনজনের নাম ঘোষণা করবে ফিফা। ১৭ জানুয়ারি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করবে তারা।
বর্ষসেরা কোচের প্রাথমিক তালিকা: লিওনেল স্কালোনি, হান্সি ফ্লিক, অ্যান্তনিও কন্তে, পেপ গার্দিওলা, রবার্তো মানচিনি, টমাস টুখেল, ডিয়েগো সিমন