ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা অর্থ সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠা করাঃ ইসরায়েলি প্রধানমন্ত্রী
“ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার অর্থ হবে সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠা করা” বলেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।
রোববার জার্মানির বিদায়ী চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের ইসরাইল সফরে প্রধানমন্ত্রী বেনেটের সাথে সাক্ষাতের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে অ্যাঙ্গেলা মেরকেল ফিলিস্তিনি ও ইসরাইলিদের মধ্যে সংকটের মীমাংসায় দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি জার্মানির সমর্থনের কথা জানান।
তিনি বলেন, “আমি মনে করি, এই পরিস্থিতি হতাশাজনক হলেও দুই রাষ্ট্রভিত্তিক সমাধান আলোচনার টেবিল থেকে প্রত্যাহার করা উচিত হবে না, একে চাপা দেয়া উচিত হবে না এবং একটি রাষ্ট্রের অধীন ফিলিস্তিনিদেরও নিরাপত্তার সাথে বসবাসের অধিকার থাকা উচিত।”
অপরদিকে সংবাদ সম্মেলনে মেরকেলের প্রত্যুত্তরে বেনেট ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করেন।
তিনি বলেন, “আমাদের অভিজ্ঞতা অনুসারে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অর্থই হলো সেখানে সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠা করা।”
নিজেকে ‘প্রায়োগিক ব্যক্তি’ হিসেবে উল্লেখ করে বেনেট বলেন, “পশ্চিম তীর ও গাজার ফিলিস্তিনিদের জীবনমান উন্নতির জন্য তিনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন।”
সূত্র : মিডল ইস্ট মনিটর