প্রকৃতি ও জলবায়ূ
ফেব্রুয়ারির শুরুতে আবারো শৈত্যপ্রবাহ
ফ্রেব্রুয়ারি মাসের শুরু থেকে অর্থাৎ ১ ফেব্রুয়ারি আবারো দেশের উত্তর পশ্চিমাংশে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের এ তথ্য জানিয়েছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান রাইজিংবিডিকে বলেন, ১ ফেব্রুয়ারি শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আজ থেকে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে।
তিনি আরো বলেন, বুধবারের বৃষ্টির কারণে আগে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ প্রশমিত হয়েছে। তবে আজ এবং কাল বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিং অঞ্চলেরর কিছু কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রামের দু’এক জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ১০ ডিগ্রি সেলসিয়াস এবং গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ঈশ্বরদীতে।