জাতীয়

ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, শিক্ষার্থী গ্রেপ্তার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করায় অন্তর সরকার (২০) নামে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম  জানান, মহানবী হযরত মুহম্মদ (সা.) কে নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক স্ট্যাটাস দেওয়ায় পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল বিভাগের পঞ্চম পর্বের শিক্ষার্থী অন্তর সরকারকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, ফেসবুকে কটূক্তি করায় তার স্ট্যাটাস ভাইরাল হলে পলিটেকনিকের শিক্ষার্থীরা তাকে আটক করে অধ্যক্ষের হাতে তুলে দেয়। পরে অধ্যক্ষ খবর দিলে পুলিশ অন্তর সরকারকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হবে বলেও জানান তিনি।

এ দিকে, নবীজিকে নিয়ে কটূক্তির খবর ছড়িয়ে পড়লে অন্তর সরকারের ফাঁসির দাবিতে ‘ইত্তেফাকুল ওলামার’ উদ্যোগে বিভিন্ন মাদ্রাসা থেকে শিক্ষার্থী-শিক্ষকরা মিছিল নিয়ে এসে পলিটেকনিকের মাঠে সমাবেশ করেন।

এ সময় ‘ইত্তেফাকুল ওলামার’ নেতা মুফতি মুহিবুল্লাহ, মাওলানা দেলোয়ার হোসেন, মুফতি মাহমুদুল্লাহসহ বক্তারা অন্তর সরকারের ফাঁসির দাবি জানান। পরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

উল্লেখ্য, এর আগে ভোলায় গত ১৮ অক্টোবর বিকাল থেকে বিপ্লব চন্দ্র নামে একটি ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম ও মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করে কয়েকজনের মেসেঞ্জারে বার্তা (মেসেজ) পাঠানো হয়। এরপর বেশ কয়েকজন ওই বার্তার স্ক্রিনশট নিয়ে ফেসবুকে দেয়। এক পর্যায়ে সেটি ভাইরাল হলে সারা দেশে বিপ্লব চন্দ্রের শাস্তির দাবি ওঠে। একই দিন বিভিন্ন মসজিদ থেকে কয়েক দফা বিক্ষোভ বের করে স্থানীয় মুসল্লিরা।

পরবর্তীকালে ২০ অক্টোবর ভোলার বোরহানউদ্দিনে বিপ্লব চন্দ্রের বিচার দাবিতে ‘তৌহিদী জনতা’র ব্যানারে বিক্ষোভ হয়। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৪ জন নিহত হয়। পাশাপাশি আহত হয় পুলিশসহ দেড় শতাধিক সাধারণ মানুষ, সূত্র অধিকার নিউজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + eleven =

Back to top button