Technologyঅন্যান্যতথ্যপ্রযুক্তি

ফেসবুক আইডি ফিরে পেয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও সাইদ আব্দুল্লাহসহ বেশ কয়েকজন নেতার আইডি

গত বুধবার বিকেল থেকে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত বেশ কয়েকজন শীর্ষ নেতার ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছিল না।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তার ফেসবুক আইডিটি পুনরুদ্ধার করা হয়। তবে আইডিটি পুনরুদ্ধারের পর দেখা যায়, আগের মতো ভেরিফায়েড সাইন নেই, যা আগে ছিল।

সর্বশেষ স্ট্যাটাসটি পাওয়া যায় গত মঙ্গলবার দুপুর ১২টা ২৬ মিনিটের। ওই স্ট্যাটাস ছিল, ‘‘২০২৪ ফ্যাসিবাদের পতনের বছর, হাজারো শহীদের আত্মত্যাগের বছর, আমার জীবনের শ্রেষ্ঠ বছর। ২৪ নেমে আসুক বারবার।’’

তবে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ও সাইদ আব্দুল্লাহসহ বেশ কয়েকজন নেতার ফেসবুক আইডি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =

Back to top button