করোনাভাইরাসের ব্যাপক বিস্তারের কারণে আগামী রোববার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ফেসবুক লাইভের মাধ্যমে। ওইদিন সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ফেসবুক লাইভে এসে এ ফল ঘোষণা করবেন।
এরপর ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। আজ শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরে বলা হয়েছে, আগামী রোবআার সকাল ১০টায় প্রধানমন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করবেন। দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।
ফেসবুক আইডি M A khair ইলেক্ট্রনিক মিডিয়ার জন্য বিটিভির মাধ্যমে ভিডিও ফুটেজ প্রেরণ করা হবে। অন্যান্য গণমাধ্যমকেও তাদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে বলেও জানানো হয়েছে।