ফুটবল

ফ্রেঞ্চ লিগে মেসির দল পিএসজি’র প্রথম হার

ফ্রেঞ্চ লিগে চলতি মৌসুমে প্রথম হারের স্বাদ পেলেন মেসি-নেইমার-এমবাপেরা। এর আগে টানা আট ম্যাচ জিতেছে পিএসজি। রেনেসেঁর মাঠে তিন পয়েন্ট খুইয়ে ফিরেছে পিএসজি। স্বাগতিকরা বিরতির আগের ও পরের মিনিটে গোল করে হাসি কেড়ে নেন মাউরিসিও পচেত্তিনোর।

আজ রোববার লিগ ওয়ানের ম্যাচটিতে রেনেসেঁর মাঠ থেকে ২-০ গোলে হেরে এসেছে পিএসজি।

হারের পরও টেবিলের শীর্ষস্থানেই থাকছে লা প্যারিসিয়ানরা। ৯ ম্যাচে ২৪ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১২ পয়েন্টে রেনেসেঁর অবস্থান টেবিলের সাতে।

ম্যাচের বিশ মিনিটের মধ্যে নেইমার ও এমবাপে দুটি দারুণ সুযোগ পেয়ে বল উড়িয়ে বাইরে পাঠালে হতাশ হতে হয় অতিথিদের। পরে আরও অনেকবার সুযোগ নষ্টের মাশুল দিতে হয়েছে শেষঅবধি।

২৪ মিনিটে ফাউলের শিকার হয়ে সুবিধাজনক জায়গায় ফ্রি-কিক পেয়েছিলেন মেসি। স্বভাবসুলভ দর্শনীয় কিকও নিয়েছিলেন। মহাতারকার বাঁকানো শট কাটা পড়ে ক্রসবার দুর্ভাগ্যে।

বিরতির ঠিক আগে আগে গোল হজম করে বসে পিএসজি। একটি প্রতি-আক্রমণ থেকে অতিথি বক্সে হামলে পড়ার সময়ে ৪৫ মিনিটে গোল আনেন রেনেসেঁর গেইটান ল্যাবোর্ডে। বলের যোগানদাতা ছিলেন কামালডিন সুলেমানা।

মধ্যবিরতির পর ফিরেই দ্বিতীয় গোল হজম করে পিএসজি। দারুণ এক আক্রমণের সফল পরিণতি টেনে ম্যাচের ৪৬ মিনিটে স্বাগতিকদের ব্যবধান দ্বিগুণ করে দেন ফ্লাভিয়েন টেইট। বল বানিয়ে দিয়েছিলেন প্রথম গোলের নায়ক গেইটান ল্যাবোর্ডে।

প্রতিপক্ষের গোলমুখ খুলতে না পারার দিনে ম্যাচের ৬৮ মিনিটে এমবাপের করা একটি গোল বাতিল হয়ে যায় ভিএআরে, অফসাইড ঘোষণা করে দেন রেফারি। পরের মিনিটে পাল্টা আক্রমণে গোলরক্ষককে একা পেয়েও পোস্টের উপর দিয়ে বল পাঠান ফরাসিদের বিশ্বকাপজয়ী তারকা।

ম্যাচের ৭৩ মিনিটে মেসির আরেকটি ফ্রি-কিক পোস্টের কোনায় বাতাস দিয়ে বেরিয়ে যায়। পরের মিনিটে একসঙ্গে তিন বদলি নামান পচেত্তিনো। কিন্তু ভাগ্য ফেরেনি।

এরমধ্যে ৮১ মিনিটে রেনেসেঁর পক্ষে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। পিএসজির আবেদনের মুখে ভিএআরের সাহায্য নিয়ে সেই সিদ্ধান্ত বাতিল করেন দেন তিনি। তাতে ব্যবধান আর বাড়েনি এই যা!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + nine =

Back to top button