নগরজীবন
বকেয়া বেতনের দাবিতে মহাখালীতে রাস্তা অবরোধ
রাজধানীর মহাখালীতে ঘোষণা ছাড়াই কারখানা বন্ধের প্রতিবাদ এবং বকেয়া বেতনের দাবিতে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।
শনিবার (১৬ই মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবরোধের কারণে মহাখালীর আমতলী এলাকায় তৈরি হয় দীর্ঘ যানজট। এসময় ওষুধ, খাবার গাড়ি ও অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রী ও রোগীরা।
শ্রমিকরা জানান, দুই মাস ধরে মহাখালীর অ্যাপারেলস গার্মেন্টস বেতন না দিয়ে শনিবার সকালে হঠাৎ বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয়। এর প্রতিবাদে রাস্তায় নামেন তারা। পরে পুলিশের সহায়তায় মালিকপক্ষের সাথে কথা বলে বেতন দেয়ার আশ্বাস দিলে প্রায় তিন ঘন্টা পর অবরোধ তুলে নেন তারা।