Breakingজাতীয়রাজনীতি

বর্তমান পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জিএম কাদের

বর্তমান পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

রোববার (১১ জুন) বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

জিএম কাদের বলেন, বর্তমান পদ্ধতির পরিবর্তন হলেই কেবল সুষ্ঠু নির্বাচন হতে পারে। কী পদ্ধতি হয় সেটার ওপর অনেক কিছু নির্ভর করে।

নির্বাচনে কোনো দলেরই সব আসনে যোগ্য প্রার্থী দেওয়া সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে কোনো দলেরই সব আসনে যোগ্য প্রার্থী দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই কোনো না কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে হয়। প্রধান দুই দলের নেতৃত্বে শেষ পর্যন্ত দুটি জোটের প্রতিদ্বন্দ্বিতা হয়।

জাপা চেয়ারম্যান বলেন, এক পর্যায়ে সব দল নিজস্বতা হারিয়ে দুটি দলে বিলীন হয়। এরই পরিপ্রেক্ষিতে আমরা ৩০০ আসনে নির্বাচনের জন্য প্রস্তুত

তিনি বলেন, দলকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছি। তবে নির্বাচনের সময় নির্বাচনের বিষয়ে আমরা সিদ্ধান্ত নেবো।

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, নির্বাচনকালীন সরকার হবে বলে আমরা জানি না। আমাদের শাসন পদ্ধতিতে সব ক্ষমতা কেন্দ্রীভূত থাকে প্রধানমন্ত্রীর হাতে। মন্ত্রীসভায় কে থাকলো না থাকলো অথবা সংসদে কতজন সদস্য আছে বা নেই তাতে কিছু এসে যায় না। প্রধানমন্ত্রীকে তার জায়গায় রেখে কোনো পরিবর্তনকে আমরা পরিবর্তন মনে করি না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =

Back to top button