ফুলবাড়ী কয়লাখনি বিরোধী ট্রাজেডি দিবস পালিত; এশিয়া এনার্জিকে বহিষ্কারের দাবি
বাংলাদেশের যদি উন্নয়ন করতে হয় তাহলে বাংলাদেশের উন্নয়ন থেকেই করতে হবে। যদি এশিয়া এনার্জির কর্মসূচি বাস্তবায়ন হতো, ফুলবাড়ীতে কয়লাখনি হতো তাহলে উত্তরাঞ্চলের পানিসম্পদ একেবারেই নষ্ট হয়ে যেত। তিন ফসলি কৃষিজমি নষ্ট হয়ে যেতো।
এক কয়লাখনির ক্ষয়ক্ষতির দৃশ্য আপনার দেখেছেন। পরিবেশ ম্যাসাকার হয়ে গেছে। ফুলবাড়ী কয়লাখনি হলে একটা সময় উত্তরবঙ্গের সব মানুষকে ঘরছাড়া হতে হতো। ফুলবাড়ী আন্দোলন শুধু ফুলবাড়ীকে নয়, সারা বাংলাদেশকে রক্ষা করেছে।
কথাগুলো বলেছেন তেল গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে দিনাজপুরের ফুলবাড়ীতে তেল গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি এবং ফুলবাড়ী সম্মিলিত পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে ‘ফুলবাড়ী কয়লাখনি বিরোধী ট্রাজেডি দিবস’ উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
ফুলবাড়ী আন্দোলন সারা পৃথিবীর জন্য একটি দৃষ্টান্ত উল্লেখ করে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, পরিবেশ বিনষ্টকারী যেসব প্রকল্প এখনও চলছে…কার স্বার্থে রামপাল বিদ্যুৎ প্রকল্প করা হয়েছে? ভারতের স্বার্থে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প করা হচ্ছে। জাপানের স্বার্থে মাতারবাড়ী কয়লাভিক্তিক বিদ্যুৎ প্রকল্প করা হচ্ছে। এ রকম যতগুলো প্রকল্প করা হচ্ছে, তাতে করে বাংলাদেশের জলবাযু পরিবর্তন ভয়াবহ অবস্থার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এতে করে বাংলাদেশের প্রকৃত কোম্পানিগুলোর কোনো লাভ হবে না। লাভ হবে ভারতীয়, চীনা, রাশিয়া, জাপানি কোম্পানি; আমেরিকান কোম্পানিগুলোর।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ছয়দফা চুক্তি বাস্তবায়ন না করলে পরিস্থিতি ভয়াবহ হবে। কিন্ত তারা বর্তমানে ক্ষমতায় থাকলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। তিনি আরও বলেন, এশিয়া এনার্জির মতো জালিয়াতি কোম্পানিকে দেশ থেকে অবিলম্বে বহিষ্কার করতে হবে।
দিবসটি উপলক্ষে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে সংগঠনের সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের নেতৃত্বে পৌর শহরে শোক র্যালি বের হয়। এরপর নিহতদের স্মরণে নির্মিত শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
পরে শহীদ বেদীতে ফুলবাড়ী উপজেলা শাখা তেল গ্যাস জাতীয় কমিটির আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলামের সভাপতিত্বে কয়লাখনি বিরোধী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।