Lead Newsসম্মান ও স্বীকৃতি

বাংলাদেশের ১৪০ পুলিশ সদস্য পেলেন জাতিসংঘ শান্তিরক্ষা পদক

বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের ১৪০ জন সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত হয়েছে। মালির রাজধানী বামাকোতে ‘ইউনাইটেড নেশনস মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন ইন মালি (এমআইএনইউএমএ) মিশনে কর্মরত রয়েছেন তাঁরা। এমআইএনইউএমএ সদর দফতরে তাঁদের এই পদক দেয়া হয়।

বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করে অনুষ্ঠানের প্রধান অতিথি এমআইএনইউএমএ পুলিশ কমিশনার জেনারেল বেটিনা পেট্রিসিয়া বুগানি বলেন, “মিশন ম্যান্ডেট বাস্তবায়নে ব্যানএফপিইউ-১ এর সদস্যরা অত্যন্ত সক্রিয় সহযোগিতা প্রদান করেছেন। তাদের অবদানের স্বীকৃতি হিসেবে আজ এই সম্মান দেয়া হয়েছে।”

কমান্ডার (পুলিশ সুপার) বেলাল উদ্দিন বলেন, “বাংলাদেশ পুলিশের পেশাদার সদস্যরা চলমান কোভিড-১৯ মহামারীতেও সংঘাতপূর্ণ এলাকায় বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সম্মান অক্ষুণ্ণ রেখেছেন। তিনি এজন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।”

এছাড়া তিনি বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীদের পদক দেয়ার জন্য জাতিসংঘ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 12 =

Back to top button