বাংলাদেশে এখন ভারতীয়রাই যাচ্ছেঃ ফিরহাদ হাকিম
ওরা (বিজেপি) বলে বাংলাদেশ থেকে মুসলিম অনুপ্রবেশকারীরা ভারতে আসছে। কিন্তু এখন বিষয়টি উল্টো হয়ে গেছে। এখন ভারত থেকে বাংলাদেশের রোজগার বেড়ে গেছে, জিডিপি বেড়ে গেছে। তাই ভারত থেকে মানুষ কাজের জন্য বাংলাদেশে যাচ্ছে। বাংলাদেশ থেকে ভারতে আসছে না… এমনটাই মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের পরিবহণমন্ত্রী ও তৃণমূলের সিনিয়র নেতা ফিরহাদ হাকিম।
বিজেপি সরকারের সমালোচনা করে ফিরহাদ হাকিম বলেন, বাংলায় সাম্প্রদায়িক উসকানি দিয়ে হিন্দু-মুসলিমকে বিভক্ত করে বিজেপি বাংলা দখল করতে চেয়েছিল। কিন্তু বাংলার মানুষ সাম্প্রদায়িক উসকানিতে সাড়া দেননি।
ফিরহাদ হাকিম বলেন, ‘মোদি সরকার ভারতকে তলানিতে নিয়ে গেছে। যারা এখনো জয় শ্রীরাম স্লোগানে বিশ্বাস করেন আর ভাবেন, ওটা (বিজেপি) হল হিন্দুর পার্টি। আমি বলি, না ভাই, ওটা হিন্দুরও নয়, মুসলিমেরও নয়, ওটা মানুষ মারার পার্টি। মানুষকে ঠেসে দেওয়ার পার্টি। দেশকে বিক্রি করে দেয়ার পার্টি।
দীর্ঘদিন ধরে বিজেপি দাবি করে আসছে, বাংলাদেশ থেকে প্রতিবছর হাজার হাজার মানুষ ভারতে অনুপ্রবেশ করছে। কিছুদিন আগে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে বিজেপি এসব বিষয়ে জোর প্রচারণা চালায়। তারা দাবি করেছিল, ক্ষমতায় এলে সীমান্ত দিয়ে কোনো মানুষ তো দূরে থাক, একটি পাখিও ঢুকতে পারবে না। অবশ্য তৃণমূল কংগ্রেস সবসময়ই দাবি করে আসছে, তাদের শাসনামলে অনুপ্রেবেশের যে দাবি কেন্দ্রীয় সরকার করছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
মজার ব্যাপার হচ্ছে, বিজেপি যখন পশ্চিমবঙ্গে এই দাবি করছিল, তখন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেই পার্লামেন্টে লিখিতভাবে জানানো হয়, ২০১৬ সালের তুলনায় পরের পাঁচ বছরে বাংলাদেশ থেকে ভারতের অনুপ্রবেশের ঘটনা ক্রমশ বিপুল হারে কমেছে।